মাগুরায় ডিজিটাল ভূমি অফিসের উদ্বোধন
দুর্নীতিমুক্ত ও ডিজিটাল ভূমি অফিস বিনির্মাণের প্রয়াসে ০৬-০৭-২০১৭ তারিখে সহকারী কমিশনার (ভূমি) , মাগুরা সদরে সন্মানিত জেলা প্রশাসক ভূমির পাঠশালা এবং খাস ও ভিপি জমি সনাক্তকরণের ২টি মোবাইল এপ্সের উদ্বোধন করেছেন। এর ফলে ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সদর সাধারণ মানুষ হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোবাইল এপ্স ২টি তৈরীতে কারিগরি সহযোগিতা দিয়েছেন ঢাকার Mysoftheaven (BD) Ltd.